Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

অস্ট্রেলিয়ার কাছে ৭–১ গোলে লজ্জার হার ভারতের

সাম্যজিৎ ঘোষ

টোকিও অলিম্পিকে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারতের পুরুষ হকি দল। অস্ট্রেলিয়ার কাছে ৭–১ গোলে লজ্জার হার ভারতের। এ দিন শুরু থেকে শেষ পর্যন্ত মোটেও ছন্দে ছিল না মনপ্রীত সিংহের দল। প্রথম কোয়ার্টারে ১ গোলে এগিয়ে ছিল অজিরা। কিন্তু তারপর তিনটি কোয়ার্টারে আরও ৬ গোল হজম করে হরমনপ্রীতরা। মাঝে একটি মাত্র গোল শোধ করেন। ছন্নছাড়া রক্ষণের সঙ্গে পুরো সুযোগ নিয়ে অজি দল পরপর গোল করে যায়। পেনাল্টি কর্নারে চারটি ও পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল করে অস্ট্রেলিয়া।

- Sponsored -

অন্যদিকে একাধিক পেনাল্টি কর্নার পেয়েও সুযোগ নষ্ট করে ভারত। এটাকে অসহায় আত্মসমর্পণের বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও, সেখান থেকে একটিও গোল করতে পারেনি ভারত। অন্যদিকে অজিরা সেই পেনাল্টি কর্নারগুলিকে কাজে লাগিয়ে একের পর এক গোল করে যায়।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থাকলেও ৩-২ গোলে জয় এসেছিল। সেই জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন হরমনপ্রীত সিংহ ও গোলরক্ষক শ্রীজেশ। তবে রবিবার জ্বলে উঠতে গোটা দলই ব্যর্থ হল। ফলে মাথা নীচু করে মাঠ ছাড়ল ভারত। এর আগে ১৯৮২ এশিয়াড হকি ফাইনালে পাক দলের কাছে ১-৭ গোলে হারতে হয়েছিল ভারতকে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.