ভারতের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
অমিয় রায়
করোনা ভীতি কাটিয়ে ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথরা ক্রিকেট মাঠে আগেই ফিরেছেন। তবে এবার ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামছে অজিরা। প্রতিপক্ষ ভারত। তাই ভারতের বিপক্ষে খেলতে নামার আগে একদিনের ও টি-টোয়েন্টির সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সি তরুণ প্রতিভা ক্যামেরন গ্রিন। চলতি শেফিল্ড শিল্ড ক্রিকেটে ১৫৮* ও ১৯৭ রানের দুটি ইনিংস খেলে সবাইকে মুগ্ধ করেছেন গ্রিন। এখনই আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের নিশ্চয়তা না থাকলেও, দেশের সেরা ক্রিকেটারদের কাছাকাছি রাখতেই তাঁকে দলে নিয়েছেন নির্বাচকরা।
এদিকে চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই দলের অনেকে এবারও আছে। বাদ পড়েছেন শুধু রিলে মেরেডিথ, গোড়ালির চোটের জন্য পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ দলে নেই। স্পিন বিভাগে রয়েছেন অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পা। কারণ, এবারের দলে জায়গা পাননি ন্যাথন লিও। একদিনের সিরিজ দিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রায় আড়াই মাসব্যাপী অস্ট্রেলিয়া সফর শুরু হবে। সিরিজের প্রথম একদিনের ম্যাচ আগামী ২৭ নভেম্বর আয়োজিত হবে।
একনজরে অস্ট্রেলিয়ার দল- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ময়সেস হেনরিকস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
Comments are closed.