পাঁচিল টপকে তরুণীকে ‘ধর্ষণে’র চেষ্টা, হাওড়ার নাজিরগঞ্জে চাঞ্চল্য
অনুপ রায়
পাঁচিল টপকে টালির চাল দিয়ে ঘরের মধ্যে ঢুকে প্রতিবেশী তরুণীকে ধর্ষণের চেষ্টা। মঙ্গলবার মধ্যরাতে চাঞ্চল্য ছড়াল হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকার নেপালিপাড়ায়। জানা গেছে, বছর উনিশের ওই তরুণী ছোট ভাইয়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন। তাঁর মা আয়ার কাজে নাইট ডিউটি গিয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে পাঁচিল টপকে এসে টালির চাল সরিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে মন্টু নামের ওই যুবক। এরপর ওই যুবক তরুণীর সঙ্গে অভব্যতা শুরু করে এবং ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।
তরুণীর ডাকাডাকিতে ঘুম থেকে উঠে পড়ে তাঁর ভাই। সে তখনই বাইরে বেরিয়ে প্রতিবেশীদের ডেকে আনে। পড়শিরা ছুটে এসে মন্টুকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ, মন্টু পুলিশের সামনেই সকলকে শাসায়। পরে দেখে নেওয়ার হুমকি দেয়। মন্টু বিবাহিত বলে জানা গেছে।
Comments are closed.