‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই হামলা ত্রিপুরায়’, বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতা জয়া দত্ত এবং সুদীপ রাহাকে দেখতে সোমবার এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম যাবার আগে হাসপাতালে আচমকাই সকাল ১১টা ২০ মিনিট নাগাদ উডবার্ন ওয়ার্ডে চলে আসেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন আহত সুদীপ রাহা এবং জয়া দত্তের শারীরিক অবস্থার। জয়া, সুদীপের অবস্থা দেখে নেত্রী বলেন, ‘আমি নিশ্চিত স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এই সব ঘটনা ঘটেছে। আমি বিশ্বাস করি, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই কাজ করানোর মতো এত সাহস নেই। আমাদের ছাত্র নেতাদের পুলিশের সামনে দাঁড় করিয়ে মেরেছে। সুদীপের মাথা ফেটে গিয়েছে। জয়ার কান ফেটেছে। যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ৬ ঘণ্টা ওদের কোনও চিকিৎসা দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি। এতটাই নির্দয় বিজেপি। এর আগে ওরা অভিষেকের গাড়িতেও ভাঙচুর করেছিল।’
এদিকে ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলা ও গ্রেফতারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। এদিন নয়াদিল্লিতে গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় অংশ নেন তৃণমূল সাংসদরা। প্রতিবাদ বিক্ষোভে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, প্রসূণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার-সহ অন্যান্যরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে মোদী-শাহকে কটাক্ষ করে দীর্ঘক্ষণ চলে প্রতিবাদ কর্মসূচি।
Comments are closed.