বহুতলের চারতলায় ঢুকে হামলা! মৃত মা, আশঙ্কাজনক দুই মেয়ে
নিজস্ব সংবাদদাতা : ভরদুপুরে শহরের এক বহুতলে ঢুকে মা ও ২ মেয়ের উপর হামলা। ভারী বস্তু দিয়ে আঘাতের ফলে মৃত ১, সংকটজনক ২ মেয়ে। হামলার পর আততায়ীর আত্মসমর্পণ একবালপুর থানায়। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। একবালপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত দুপুর ১টা নাগাদ। একবালপুর থানা এলাকার সুধীর বসু রোডের বহুতলের চারতলায়। আততায়ী সুলতান আনসারি চারতলার ওই ফ্ল্যাটে ঢুকে মা আকিদা খাতুন ও ২ মেয়ে শাগুফতা, তইবার উপর ভারী পাথর জাতীয় বস্তু দিয়ে পরপর আঘাত করে বলেই পুলিশ সূত্রে খবর। দুপুরে নমাজের সময় কার্যত শুনশান ছিল এলাকা। ঠিক ওই সময়ে ফ্ল্যাটে ঢুকে হামলা চালায় বছর পঁচিশের সুলতান আনসারি। রক্তাক্ত অবস্থায় ৩ জন মেঝেতে পড়ে ছিল বলে জানা যায়। আততায়ী থানায় পৌঁছে ঘটনার কথা জানালে দ্রুত সুধীর বসু রোডের ওই বহুতলের চারতলা আসে একবালপুর থানার পুলিশ। ৩জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে আনা হলে কিছুক্ষণ পরে মা আকিদার মৃত্যু হয়। গুরুতর আশঙ্কাজনক ২ মেয়ে শাগুফতা, তইবা। ইতিমধ্যেই কলকাতা পুলিশের হোমিসাইড শাখার তদন্তকারীরা তদন্ত শুরু করেছেন। সুলতানকে জেরা করে হামলার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
Comments are closed.