Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

উপযুক্ত সময়েই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে : শাহ

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে উপযুক্ত সময়েই। লোকসভায় শনিবার মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তবে পূর্ণ রাজ্যের মর্যাদা কবে পাবে জম্মু ও কাশ্মীর তা নিয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

- Sponsored -

শনিবার ২০২১ সালের জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল নিয়ে রাজ্য ভাগ ও ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর কী এমন উন্নতি হয়েছে ভারতের সীমান্ত রাজ্যের, প্রশ্ন তুলে অমিত শাহকে আক্রমণ করেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। জবাবে শাহ বলেন, ‘বিরোধীরা প্রশ্ন করছেন যে ২০১৯ সাল থেকে আমরা জম্মু ও কাশ্মীরে কী করেছি! সংবিধানের ৩৭০ ধারা রদের পর ১৭ মাস কেটে গিয়েছে এবং সেটার উত্তর চাইছেন।  আপনারা ৭০ বছরে কী করেছেন, তা কখনও বিচার করে দেখেছেন? যদি আপনারা ঠিকভাবে কাজ করতেন এবং তাহলে আমাদের প্রশ্ন করতে হত না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে কাশ্মীরে শাসনভার সামলেছেন, তাঁদের নিজেদের খতিয়ে দেখা উচিত যে আদৌও তাঁরা সেই উত্তর চাইতে পারার যোগ্য কিনা।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.