Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিহার-উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত কমপক্ষে ৩১

নিজস্ব সংবাদদাতা : বজ্রপাতে বিহার ও উত্তরপ্রদেশে মৃত কমপক্ষে ৩১। ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আগাম সতর্কতা থাকা সত্ত্বেও মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঠেকানো গেল না। বিহারে বাজ পড়ে মৃত প্রায় ১৮ এবং উত্তরপ্রদেশে মৃত প্রায় ১৩।

বিহার প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার বিহারের ১০ জেলায় বজ্রপাতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বৈশালি জেলার রাঘবপুর ব্লকে ৪ জন মারা গিয়েছেন। ভোজপুর, গোপালগঞ্জ, রোহতাস, সারান জেলায় ২ জন, পটনা, বেগুসরাই, আরারিয়া, সুপাউল, কাইমুর ও অন্য আর একটি জেলায় ১ জন করে বজ্রপাতে মারা গিয়েছেন। দুর্ঘটনার জেরে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

- Sponsored -

অন্যদিকে যোগীরাজ্য উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃত কমপক্ষে ১৩। গাজিপুরে ৪ জন, কৌশাম্বিতে ৩ জন, খুশিনগর ও চিত্রকূটে ২ জন বজ্রপাতে মারা গিয়েছেন। এছাড়া বাজ পড়ে মারা গিয়েছেন জৌনপুর ও চন্দৌলিতে ১ জন করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। যোগীর নির্দেশ পেয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন দুর্ঘটনা কবলিত জেলার জেলাশাসকরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.