বিশাখাপত্তনমে ক্রেন চাপা পড়ে মৃত কমপক্ষে ১১, আহত বহু
নিজস্ব সংবাদদাতা : বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপ ইয়ার্ড লিমিটেডে মর্মান্তিক দুর্ঘটনা। চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। অনুমান ক্রেনের তলায় বন্দি বেশ কয়েকজন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ক্রেনটি ভেঙে পড়েছে।
#UPDATE: The death toll in the crane collapse incident at Hindustan Shipyard Limited rises to 11: Visakhapatnam District Collector Vinay Chand #AndhraPradesh https://t.co/fDaFLqSPZA
— ANI (@ANI) August 1, 2020
শনিবার দুপুরে শিপ ইয়ার্ডে মাল খালাসের সময়ে এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বেলা সাড়ে বারোটা নাগাদ হঠাৎ প্রকাণ্ড ক্রেনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত আরও ৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রেজিস্টার দেখেই দুর্ঘটনার সময় ঠিক কতজন কর্মী ঘটনাস্থলে ছিলেন তা জানার চেষ্টা করছে প্রশাসন।
সূত্রের খবর, লোড টেস্টিংয়ের সময় ঘটেছে এই দুর্ঘটনা। ক্রেনে বেশি মাল তোলা হয়ে যাওয়ার ফলেই সেটি ভেঙে পড়ে বলেই মনে করছেন শিপইয়ার্ডের কর্মীরা। ঘটনাস্থলে যান বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার আর কে মিনা। তিনি জানিয়েছেন, ক্রেনটি ভেঙে পড়ল কী কারণে তার তদন্ত শুরু হয়েছে।
Comments are closed.