কেষ্টপুরে ‘জ্যোতিষ সম্রাটে’র বাড়িতে আগুন, দমবন্ধ হয়ে মৃত্যু জয়ন্ত শাস্ত্রীর
নিজস্ব সংবাদদাতা : কেষ্টপুরে সমর দে সরণিতে ‘জ্যোতিষ সম্রাট’ জয়ন্ত শাস্ত্রীর বাড়িতে আগুন। প্রবল ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হল জয়ন্ত শাস্ত্রীর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর গুণমুগ্ধদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ সাতসকালে আগুন দেখে দ্রুত দমকলে স্থানীয়রা খবর দিলে ২ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অতি সংকটজনক অবস্থায় জয়ন্ত শাস্ত্রীকে উদ্ধার করে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে জ্যোতিষীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ জয়ন্ত শাস্ত্রীর কেষ্টপুরের বাড়ি থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। প্রতিবেশীরা তা দেখে হইচই করতে শুরু করেন। দরজা ধাক্কা দিতে থাকেন তাঁরা। তবে কালো ধোঁয়ার ফলে কেউই ভিতরে কিছু দেখতে পাচ্ছিলেন না। খবর দেওয়া হয় কেষ্টপুর থানায়। কেষ্টপুরে সমর দে সরণিতে স্ত্রীকে নিয়ে থাকতেন জয়ন্ত শাস্ত্রী। তবে কৃষ্ণনগরের আদি বাড়িতে ছিলেন স্ত্রী। ঘটনার সময় ঘরে একাই ছিলেন জয়ন্ত শাস্ত্রী। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments are closed.