জনসংখ্যা নিয়ন্ত্রণে দু’সন্তান নীতি নিচ্ছে অসম সরকার

নিজস্ব সংবাদদাতা : ২০১৯-এ পাস হওয়া জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বলবত করতে চলেছে অসম। দেশের প্রথম রাজ্য হিসাবে জনসংখ্যা নিয়ন্ত্রণে দু’সন্তান নীতি নিচ্ছে অসম সরকারের। আপাতত আংশিক ভাবে চালু হলেও পরবর্তীতে বলবত হবে গোটা রাজ্যে। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে মাপকাঠি হবে দু’সন্তান নীতি।
২০১৯-এ পাস হওয়া জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, ২০২১ সালের পর যে সমস্ত দম্পতির দু’টির বেশি সন্তান থাকবে তাদের সরকারি চাকরি বা অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে। ট্রাক্টর ও বাড়ি বিলির মতো সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধার ক্ষেত্রেও দুটির বেশি সন্তানের পিতা-মাতারা বাদ পড়বেন। পঞ্চায়েত, পুরসভাতে কাউন্সিলর নির্বাচনের ক্ষেত্রেও দুই সন্তান নীতি মেনে চলা হবে বলেই জানা গেছে।
Comments are closed.