বিশ্বে ধনীদের তালিকায় প্রথম দশে মুকেশ আম্বানি
বিশ্ব বাণিজ্যে বড় সাফল্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির। এশিয়ার ধনীতম শিরোপা পাওয়ার পর এবার মুকেশের মুকুটে জুড়ল নয়া পালক। বিশ্বের ধনীতমদের তালিকার প্রথম দশে জায়গা করে নিলেন তিনি।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, মুকেশের মোট সম্পত্তির পরিমাণ এখন ৬৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৫০০ কোটি টাকা। ফ্রান্সের ফ্র্যাঙ্কোয়েস মেয়ার্সকে পিছনে ফেলে প্রথম দশে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। ধনীদের তালিকায় প্রথম স্থানে আছে অ্যামাজন কর্ণধার জেফ বেজস। দ্বিতীয় স্থানে মাইক্রোসফট কর্তা বিল গেটস। তৃতীয়ে ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। ব্লুমবার্গের তালিকায় নবম স্থানে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি।
সমীক্ষায় দেখা গিয়েছে, মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও অনেক সমৃদ্ধ হয়েছে। লকডাউনে মানুষের ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তার ফলে বাজারের সিংহভাগই দখল করে রেখেছে জিও। তার প্রতিফলন পড়েছে মুকেশের সম্পত্তিতেও।
গত দুই মাসে ১৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এক লক্ষ কোটি টাকার ওপর লগ্নি পেয়েছে জিও। ফেসবুক, সিলভার লেক পার্টনার্স, জেনারেল অ্যাটল্যান্টিক, কেকেআর-এর মতো সংস্থা বিনিয়োগ করেছে রিলায়েন্স গোষ্ঠীতে। ২০২৫-এর মধ্যে ৪৮ শতাংশ মোবাইলের বাজার দখল করবে জিও, এমনই মত পোষণ করছেন বিশেষজ্ঞরা।
Comments are closed.