পিছিয়ে গেল বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ
নিজস্ব সংবাদদাতা : পিছিয়ে গেল সুনীল ছেত্রীদের ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতাপর্বের বাকি ম্যাচগুলো। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ অক্টোবর কাতারের সঙ্গে ঘরের মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। ১৭ নভেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচ ও ১২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল সুনীলদের। কিন্তু করোনার জন্য বাকি ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। ফিফার সঙ্গে আলোচনা করে এএফসি জানিয়েছে, আগামী বছর অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। এএফসির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বিভিন্ন দেশে কোভিড-১৯ পরিস্থিতি খতিয়ে দেখে কাতার বিশ্বকাপ ও চিনের এশিয়ান কাপের জন্য নির্ধারিত ম্যাচের সূচি বদল করা হয়েছে। বাকি খেলাগুলো ২০২১ সালে হবে। ফিফা ও এএফসি যুগ্ম ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।’
🌏 #AsianQualifiers postponed
🇨🇳 Donadoni departs Shenzen
🇮🇩 Bima expands Indonesia talent searchOur daily Asian Football updates will help you with all you need to know #ICYMI ⬇️https://t.co/vzsvEQ7wEz
— AFC (@theafcdotcom) August 12, 2020
পরের বছর ম্যাচগুলো কবে হবে তা এখনও জানানো হয়নি। তবে এএফসি-র তরফে জানানো হয়েছে, ফিফা ও এএফসি পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য দিনক্ষণ ঠিক করবে।
Comments are closed.