‘ভোট যত এগোবে, দেখবেন আপনি একা হয়ে পড়েছেন’! মমতাকে ভার্চুয়াল তোপ অমিত শাহর
নিজস্ব সংবাদদাতা: ‘মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নীতি, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। ভোট যত এগোবে, দেখবেন আপনি ক্রমশ একা হয়ে পড়েছেন।’ ডুমুরজলার মেগা সভায় বললেন বিজেপি নেতা অমিত শাহ। এদিন ভার্চুয়াল বক্তব্যের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আক্রমণ করলেন শাহ। তিনি বলেন, ‘তৃণমূলের ভালো নেতারা একে একে বিজেপিতে আসছেন। পরিবর্তনের ঝড় বইছে। দিদি একসময় দেখবেন আপনি একা দাঁড়িয়ে রয়েছেন।’
10 वर्ष पहले ममता दीदी ने बंगाल में मां-माटी-मानुष का नारा दिया था, लेकिन 10 वर्ष बाद ये नारा अदृश्य हो गया है।
जिस प्रकार बड़ी संख्या में टीएमसी, कम्युनिस्ट और कांग्रेस के नेता भाजपा से जुड़ रहे हैं, चुनाव आते-आते दीदी पीछे मुड़ कर देखना आप अकेली रह जाएंगी।
– श्री @AmitShah pic.twitter.com/ulhfsV3o3y
— BJP (@BJP4India) January 31, 2021
এদিন ডুমুরজলায় ভার্চুয়াল বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ‘কমিউনিস্টরা বাংলা সর্বনাশ করেছিলেন এবং তাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মানুষ তৃণমূল ছাড়ছে কারণ আজকে মা-মাটি-মানুষের স্লোগান দেওয়া পার্টিতে স্থান নিয়েছে স্বৈরশাসন, তোষণ ও তোলাবাজি।’
পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট গঠনের পরেই আয়ুষ্মান ভারত লাগু হয়ে যাবে : শ্রী @AmitShah #BJPGorbeSonarBangla pic.twitter.com/wP1aVBA8Fs
— BJP Bengal (@BJP4Bengal) January 31, 2021
অমিত শাহ আরও বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার হলে এক নতুন বাংলা তৈরি হবে যেখানে কর্মসংস্থান আর মহিলাদের নিরাপত্তা আগের থেকে অনেক বেশি সুনিশ্চিত হবে।’ এরই পাশাপাশি কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও মমতার সরকারকে বিঁধলেন অমিত শাহ। তিনি বলেন, ‘মমতাদি কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প কিছুতেই চালু করতে চায় না। ২১-এর নির্বাচন জিতে ক্ষমতায় এসে প্রথমেই বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে বিজেপি সরকার। এই প্রকল্পের আওতায় বাংলার সমস্ত গরিব মানুষই পাঁচ লাখ টাকার স্বাস্থ্যবিমা পাবেন। চিকিৎসা করানো যাবে দেশের যে কোনও হাসপাতালে।’
Comments are closed.