অভিনয়ের প্রলোভন দেখিয়ে ২৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা : বাংলা ছবি এবং মেগা সিরিয়ালে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়া হবে, এমনই প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ। খোয়া গেল ২৩ লক্ষ টাকা। নদিয়ার বাসিন্দা সুপ্রভাত সরকারের কাছ থেকে এই বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছে প্রতারকরা।
সূত্রের খবর, বাংলা ছবি ও মেগা সিরিয়ালে অভিনয়ের শখ ছিল নদিয়ার কল্যাণীর বাসিন্দা সুপ্রভাত সরকারের। সেই সখ্যতায় তিনি বেশ কয়েকজনের সঙ্গে আলাপও করেন। পরিচয় হয় তিতাস ঘোষ, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, সুজয় ভুঁইয়া, পারমিতা ভুঁইয়া, শমীক সান্যাল, সুশান্ত ভট্টাচার্য নামে ছ’জনের সঙ্গে। এরপর দীর্ঘদিন ধরে সুপ্রভাতের কাছ থেকে টাকা নেয় তারা। বদলে কিছু ভুয়ো কাগজপত্র দেওয়া হয় সুপ্রভাতকে। এরপর প্রতারণার কবলে পড়েছেন বুঝতে পেরে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন সুপ্রভাত। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে চারু মার্কেট থানার পুলিশ। বাকিদের গতিবিধি জানার চেষ্টা করছে পুলিশ।
Comments are closed.