নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতো বিক্রির অভিযোগে হাওড়ার জগাছায় গ্রেফতার ২

অনুপ রায়
নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতো বিক্রির অভিযোগে হাওড়ার জগাছা থানা এলাকার ধাড়সা থেকে গ্রেফতার ২। মঙ্গলবার রাতে বরুণ সাহা (৪৫) নামে এক ব্যাক্তিকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন সূত্র ধরে বুধবার দুপুরে আরও এক ব্যাক্তিকে পুলিশ গ্রেফতার করে। বরুণ সাহাকে বুধবার দুপুরে হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে দুটি পৃথক গ্রেফতারির ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ চিনা মাঞ্জা উদ্ধার হয়েছে। ধৃত বরুণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮/৩৩৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হাওড়ায় ১৭ ও ২২ অগস্ট সাঁতরাগাছিতে, ২ ও ১৬ অগস্ট দ্বিতীয় হুগলি সেতুতে পরপর নিষিদ্ধ চিনা মাঞ্জায় আহত হন একাধিক ব্যাক্তি। বারেবারে এমন ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এই নিয়ে তদন্ত শুরু করে হাওড়া সিটি পুলিশ। বিভিন্ন সোর্স মারফত পুলিশ জানতে পারে হাওড়ার জগাছা থানা এলাকার একাধিক জায়গায় বিক্রি হচ্ছে নিষিদ্ধ চিনা মাঞ্জা। এরপর খবর পেয়ে গত মঙ্গলবার রাতে ধাড়সা গভর্মেন্ট কলোনি থেকে বরুণকে গ্রেফতার করে জগাছা থানার পুলিশ। এরপরই বুধবার দুপুরে আরও নিষিদ্ধ চিনা মাঞ্জা বিক্রির অভিযোগে ধাড়সা হরিসভা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। চিনা মাঞ্জা বিক্রি রোধে এমন অভিযান আরও চালান হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
Comments are closed.