ভোটের আবহে রাজ্যে অস্ত্র কারখানার হদিশ

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা ভোটের মুখে রাজ্যে ক্রমশই মাথাচাড়া দিচ্ছে রাজনৈতিক হিংসা। ভোটের দিন ঘোষণার আগেই বাংলায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। এই নির্বাচনী আবহে দক্ষিণ ২৪ পরগনায় মিলল অস্ত্র কারখানার হদিশ। জানা গিয়েছে, দর্জির দোকানের আড়ালেই রমরমিয়ে চলছিল অস্ত্রের ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার জয়নগর ২নং ব্লকের মণিরতট এলাকায় হানা দেয় বারুইপুর জেলাপুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বকুলতলা থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় বাড়ির মালিক পেশায় দর্জি খইরুল শেখকে। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাজেয়াপ্ত দশটি নতুন পাইপগান-সহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
পুলিশ সূত্রে খবর, বাড়ির ভেতরেই ছোট একটি ঘরে অস্ত্রের কারবার শুরু করেছিলেন খইরুল শেখ। ঘটনায় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিজেপি-তৃণমূলের রাজনৈতিক তরজা। অন্যদিকে, রবিবার খইরুল শেখকে আলিপুর আদালতে তোলা হয়। কতদিন ধরে এই অস্ত্র কারখানা চলছিল? এখান থেকে কোথায় কোথায় কাদের অস্ত্র বিক্রি করত খইরুল? অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তা জানার চেষ্টা করছে পুলিশ।
Comments are closed.