প্যারাগুয়েকে হারিয়ে কোপায় দ্বিতীয় জয় আর্জেন্তিনার

সাম্যজিৎ ঘোষ
২০২১ কোপা আমেরিকায় দ্বিতীয় জয় পেল আর্জেন্তিনা। মঙ্গলবার ভারতীয় সময়ে ভোরে ব্রাসিলিয়াতে গ্রুপ লিগের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা। ম্যাচের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন আলেহান্দ্রো পাপু গোমেজ। অ্যাঞ্জেল ডি’মারিয়ার পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। এদিন আর্জেন্টিনার আক্রমণে প্রথম থেকে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি’মারিয়া ও পাপু গোমেজের সঙ্গে ছিলেন সার্জিও আগুয়েরো।
¡Devolución de gentilezas! Después de su lujo, Arzamendia recibió un caño, nada menos que de Lionel Messi 🔟
🇦🇷 Argentina 🆚 Paraguay 🇵🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/rdc2TvTPRW
— Copa América (@CopaAmerica) June 22, 2021
ম্যাচের ৫ মিনিটের মাথায় গোলের সুযোগ পান আর্জেন্তিনার ফুটবলার গোমেজ। হারলেও এদিন ম্যাচে বল দখলের লড়াইতে এগিয়েছিল প্যারাগুয়ে। গোলমুখী শটের সংখ্যাতেও আর্জেন্তিনাকে পিছনে ফেলেছিল প্যারাগুয়ে। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে এদিন মাঠে ছাড়ল মেসির দল। এদিনের জয়ের ফলে পরের পর্বে যাওয়ার ছাড়পত্র প্রায় পাকা করে নিল আর্জেন্তিনা।
Comments are closed.