হেডে দুরন্ত গোল রডরিগেজের, ১-০ গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্তিনা
নিজস্ব সংবাদদাতা : গুইডো রডরিগেজের গোলে গ্রুপ বি-র ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারাল আর্জেন্তিনা। প্রথম ১৩ মিনিটেই বাঁ-দিক থেকে মেসির অনবদ্য সেন্টার থেকে গুইডো রডরিগেজে দুরন্ত হেডে গোল করেন। গ্রুপ লিগে উরুগুয়ের বিরুদ্ধে জয় এলেও একমাত্র ব্যতিক্রম লিওনেল মেসি ছাড়া মোটেই সুনামের সঙ্গে খেলতে পারেনি আর্জেন্তিনা।
⚽ El primer gol de Guido Rodríguez con @Argentina llegó gracias a un centro de Lionel Messi 😍
🇦🇷 Argentina 🆚 Uruguay 🇺🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/aoJkwo6ghi
— Copa América (@CopaAmerica) June 19, 2021
ম্যাচের প্রথম দিকে ৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। ১৮ গজের বক্সে ঢুকে তাঁর বাঁ পায়ের দুরন্ত শট বাঁচান উরুগুয়ের গোলকিপার মুসলেরা। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্তিনা কোচ স্কালোনি দুটি পরিবর্তন করেন। মার্টিনেজের জায়গায় নামান জোয়াকিন করিয়াকে এবং জিওভানি লো সেলসোকে তুলে নামিয়ে দেন এজেকুয়েল প্যালাসিওসকে। পরে কোচ স্কালোনি আরও একটি পরিবর্তন করেন। নিকোলাস গঞ্জালেজকে তুলে ম্যাচে নামানো হয় ডি মারিয়াকে। এরপরই গতির ফুটবল উপহার দেয় মেসিরা। আর্জেন্তিনার এতটাই দাপট ছিল যে উরুগুয়ে গোটা ম্যাচে একটাও গোলমুখী শট নিতে পারেননি। উরুগুয়ের বিখ্যাত দুই ফরোয়ার্ড কাভানি-সুয়ারেজ কার্যত নিষ্ক্রিয়ই ছিল এদিন। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রইল আর্জেন্তিনা।
Comments are closed.