৩-২ গোলে কলম্বিয়াকে হারাল আর্জেন্তিনা, ফাইনালের মহারণে মুখোমুখি মেসি-নেইমার
সাম্যজিৎ ঘোষ
ফুটবলের মহাযুদ্ধের মঞ্চ তৈরি হয়ে গেল। কোপার ফাইনালে নেইমারদের সামনে মেসিরা। সেমিফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠল আর্জেন্তিনা। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ থাকায় পেনাল্টিতে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে বাজিমাত করে মেসি বাহিনী।প্রথমার্ধের শুরুতেই লউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। মেসির পাস থেকে গোল করেন লউতারো। এরপর পাল্টা আক্রমণে যায় কলম্বিয়া। ৯ মিনিটের মাথায় কুয়াদ্রাদোর শট বাঁচিয়ে দেন আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে মেসিরা।
Una noche consagratoria para @emimartinezz1 👏👏
🧤🇦🇷 El arquero le puso la firma a su primera gran experiencia bajo los tres palos de una @Argentina que el sábado irá por la gloria máxima frente a 🇧🇷@CBF_Futebol.
🗒️https://t.co/fW2x3kRSOp#VibraElContinente #CopaAmérica 🏆 pic.twitter.com/XujqG5P7th
— Copa América (@CopaAmerica) July 7, 2021
দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন করে কলম্বিয়া। কুয়াদ্রাদোর নেতৃত্বে মেসিদের চেপে ধরে কলম্বিয়া। ৬১ মিনিটে কারদোনার পাস থেকে গোল করেন ডায়াজ। সমতা ফেরায় কলম্বিয়া। এরপর মেসি গোল করার চেষ্টা করলেও বল পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধের শেষে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানেই বাজিমাত মেসি ব্রিগেডের। তিনটি গোল বাঁচিয়ে নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে নেইমারদের সামনে মেসিরা। আন্তর্জাতিক ফুটবলে প্রথম ট্রফি জয়ের মাঝে বাধা এখন আয়োজক ব্রাজিল। নেইমার বনাম মেসি যুদ্ধে কে জয়ী হন সেটাই এখন দেখার।
Comments are closed.