কোপা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শাপমুক্তি মেসি ও আর্জেন্তিনার

সাম্যজিৎ ঘোষ
অবশেষে শাপমুক্তি মেসির। নীল সাদা জার্সিতে প্রথম ট্রফি জিতলেন। কোপা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর লাতিন চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। প্রশ্ন ছিল দেশের জার্সিতে কোনও ট্রফি জিততে পারবেন কি মেসি? তিনবার কোপা ফাইনাল বা একবার বিশ্বকাপ ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে। কিন্তু এবার বোধহয় ফুটবল দেবতা তাঁর পাশেই ছিলেন। বিখ্যাত সেই মারাকানাতেই জাতীয় দলের জার্সিতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা জয় করে শাপমুক্তি ঘটালেন মেসি।
Insistir ☑
Persistir ☑
Resistir ☑
Y nunca desistir 💪pic.twitter.com/GDHmqOScoz— Selección Argentina 🇦🇷 (@Argentina) July 11, 2021
ঘরের মাঠে নেইমারদের সাম্বা ফুটবলের ছন্দপতন করলেন আলবাসেলেস্তেরা। মেসিদের রাফ-টাফ ফুটবলে গুটিয়ে গেল সাম্বা ছন্দ। প্রথমার্ধের ২২ মিনিটে দ্রুতগতির প্রতি-আক্রমণে গোল করেন দি মারিয়া। রক্ষণ থেকে বল ক্লিয়ার হয়ে তা অ্যঞ্জেল দি মারিয়ার পায়ে জমা পড়ে। দি মারিয়া গতি বাড়িয়ে ব্রাজিলের ডিফেন্ডারদের টপকে গোলরক্ষক এডারসনের মাথার ওপর দিয়ে বল ঠেলে দেন জালে। এখানেই ব্রাজিল রক্ষণের দুর্বলতা বেরিয়ে এল। ফাইনালে বারবার দি মারিয়ার গতি ত্রাস সঞ্চার করছিল। আর্জেন্তিনা কোচ স্ক্যালোনি গতিময় প্রতি আক্রমণ নির্ভর খেলাতেই বাজিমাত করতে চেষ্টা করেছিলেন। মেসি-দি মারিয়ার সেই দৌড়গুলোই বিপদ তৈরি করছিল, যা থেকে জয়ের গোলও এল। ম্যচের শেষ মুহূর্তে ফের সুবর্ণ সুযোগ পেয়েও হারান মেসি। অন্যদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিল গোল করলেও তা বাতিল হয়ে যায়। তবে এছাড়া নেইমাররা তেমন ভাল সুযোগ তৈরি করতে পারেননি। নেইমারকেও এদিন খেলার জায়গা দেয়নি ওটামেন্ডিরা। শেষ পর্যন্ত সেই গোলই দু’দলের পার্থক্য গড়ে দেয়। এরপর আক্রমণের ঝড় তুলেও আর গোল পায়নি নেইমাররা।
Comments are closed.