Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

এসএসকেএম হাসপাতালের স্বাস্থ্যকর্মীর পাশে এপিডিআর

রূপম চট্টোপাধ্যায়

হাসপাতাল কর্মীর পরিবারকে উচ্ছেদের চেষ্টা। এবার ঘটনাস্থল বারুইপুর। কলকাতার এসএসকেএম হাসপাতালের স্বাস্থ্যকর্মী দেবাশিস দাস থাকেন বারুইপুরের ভাড়াবাড়িতে। করোনা সংক্রমণের ভয়ে বেশ কয়েক মাস থেকেই বাড়িওয়ালা দেবাশিস বাবুকে উচ্ছেদ করতে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ। যেহেতু তিনি হাসপাতালে কাজ করেন তাই যে কোনও সময় করোনা ছড়াতে পারে, এই অজুহাতে হেনস্থা করা হচ্ছিল। সম্প্রতি দেবাশিসবাবুর দরজার সামনে খোদ বাড়িওয়ালা একটি দোকান সাজিয়ে বসেছেন। কিছু বলতে গেলেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বাড়িওয়ালা।

- Sponsored -

 

এই ঘটনা জানার পর অবশেষে মানবাধিকার সংগঠন এপিডিয়ার দেবাশিস দাসের পাশে দাঁড়িয়েছে। এপিডিয়ার দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি গোটা বিষয়টি এসডিও বারুইপুরকে জানিয়ে অবিলম্বে তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন। বর্তমান কোভিডজনিত পরিস্থিতির সুযোগ নিয়ে একদল বাড়িওয়ালা ও অবুঝ পড়শিরা হাসপাতালে কর্মরত নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি করে উচ্ছেদ করতে চাইছে। প্রশাসনের উপযুক্ত নজরদারি না থাকায় এখন অনেক জায়গায় এপিডিয়ারই ভরসা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.