Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

Anubrata Mondal: সরানো হল অনুব্রত মণ্ডলকে, বীরভূমে দল চালাবে ‘কোর কমিটি’

বীরভূমের সাংগঠনিক রদবদলে রয়েছে চমক। সেখানে জেলা সভাপতির পদ থেকে সরানো হল অনুব্রত মণ্ডলকে। তালিকা অনুযায়ী জেলা চালাবে নয় সদস্যের কোর কমিটি।

তপন হাঁসদা: বছর ঘুরলেই ২০২৬ সালের বিধানসভা ভোট। তার আগে বড়সড় সাংগঠনিক রদবদল হল তৃণমূলে৷ প্রায় সব জেলাতেই তৃণমূলের সভাপতি এবং চেয়ারপার্সন পদে বদল করা হয়েছে৷ তবে বীরভূমের সাংগঠনিক রদবদলে রয়েছে চমক। সেখানে জেলা সভাপতির পদ থেকে সরানো হল অনুব্রত মণ্ডলকে। তালিকা অনুযায়ী জেলা চালাবে নয় সদস্যের কোর কমিটি। যদিও এই কমিটিতে অনুব্রত রয়েছেন। কোর কমিটিতে অনুব্রতর মতোই সদস্য হিসেবে জায়গা পেয়েছেন তাঁর বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত কাজল শেখ৷ তালিকা অনুযায়ী অনুব্রত ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষ। এছাড়াও সাংসদরা এই কমিটির ‘এক্স অফিসিও’ সদস্য হিসেবে আছেন। বীরভূমে দলীয় চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির অন্যতম সদস্য রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কেই। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হয়েছে এই কোর কমিটি।

- Sponsored -

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলের কোর কমিটিকে কার্যত এড়িয়ে গিয়ে নিজের মতো করে দল চালাচ্ছিলেন অনুব্রত মণ্ডল। এনিয়ে নানা কানাঘুষো চলছিল। এসব কথা ওপরমহলেও গিয়েছিল। এরপরই দলের তরফে বড় সিদ্ধান্ত।

এবার তৃণমূলের জেলা সভাপতি পদটাই তুলে দিল তৃণমূল। এদিকে দলের অন্দরে আরও ডানা ছাঁটা হল কেষ্ট মণ্ডলের। আর পাঁচজন যেমন দলে থাকেন তেমন ভাবেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply