Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

নামমাত্র খরচায় অ্যান্টিবডি টেস্ট যাদবপুরে

শোভাঞ্জন দাশগুপ্ত

রাজ্যের মানুষ যখন করোনা আতঙ্কে ভুগছেন, দিশাহারা কোথায় যাবেন তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করাতে– ঠিক সেই সময়ে যাদবপুর এলাকার মানুষদের স্বার্থে এগিয়ে আসলেন  সিপিআইএম যাদবপুর এরিয়া কমিটির নেতৃত্ব। মূলত তাদের  উদ্যোগে ও থাইরোকেয়ারের সহযোগিতায় প্রায় দুশোর বেশি মানুষের অ্যান্টিবডি টেস্ট করা হল নামমাত্র খরচায়। যাদবপুর ৮বি সংলগ্ন মৃত্যুঞ্জয় ভবনে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ড. সুজন চক্রবর্তী, সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়াও সিপিআইএম নেতৃত্ব ও এলাকার  বিশিষ্ট মানুষজন।

- Sponsored -

হাতের সামনে নামমাত্র খরচে অ্যান্টিবডি টেস্ট করাতে পেরে খুশি স্থানীয় মানুষরা। পাশাপাশি বাম নেতৃত্বের জানিয়েছেন, আগামী দিনে উদ্যোগ নিয়ে এ ধরনের ক্যাম্প বিভিন্ন জায়গায় করবেন তারা। যে কাজ সরকারের করার কথা, সেই কাজ সরকার করতে ব্যর্থ হলে কমিউনিস্ট পার্টির দায়িত্ব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য লড়াই করা। সেই কাজ তারা চালিয়ে যাবেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.