মুখ্যমন্ত্রী মনোহরলালকে কালো পতাকা, কৃষক বিক্ষোভে ফিরল কনভয়

নিজস্ব সংবাদদাতা : তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক বিক্ষোভে উত্তাল দিল্লি-হরিয়ানা সিঙ্ঘু সীমান্ত। গত একমাস ধরে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলি। কৃষি আইন প্রত্যাহারে কেন্দ্রের উপর চাপ বাড়াতে হরিয়ানার পাশাপাশি উত্তরপ্রদেশ সীমানাতেও কৃষকরা অনশনে সামিল হয়েছেন। এরই মধ্যে হরিয়ানার মু্খ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে কালো পতাকা দেখাল আন্দোলনরত কৃষকেরা। পুলিশি চেষ্টায় কনভয় নিয়ে ফিরে যেতে হল মুখ্যমন্ত্রীকে।
Manohar Lal Khattar was coming to Ambala to campaign for BJP in Ambala Municipal Corporation elections. His convoy was stopped near Agrasen Chowk in Ambala by protesting farmers armed with black flags forcing him to take a U-turn and return.#FarmersProtests#FarmersBill2020 pic.twitter.com/MUNnWnl4X5
— India Ahead News (@IndiaAheadNews) December 22, 2020
সূত্রের খবর, আম্বালায় পুরসভা নির্বাচনের প্রচারসভায় যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন খট্টর। রাস্তা আটকে মুখ্যমন্ত্রীর বিশাল কনভয় আটকে দেয় বিক্ষোভকারী কৃষকরা। কােলা পতাকা ও লাঠিসোটা নিয়ে ঘিরে ফেলা হয় মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের কনভয়। পুলিশি হস্তক্ষেপে কোনওক্রমে কনভয় ঘুরিয়ে ফিরতে হয় মুখ্যমন্ত্রীকে।
Comments are closed.