বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে ইস্তেহার প্রকাশ বিজেপির
নিজস্ব সংবাদদাতা: ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে ইস্তেহার প্রকাশ করল বিজেপি। বিধাননগরে ইজেডসিসি অডিটোরিয়ামে সংকল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংকল্পপত্র বা ইস্তেহারের উদ্বোধন করে শাহ বলেন, ‘বিজেপি ইস্তেহারপত্র অনুযায়ী চলে। সোনার বাংলা তৈরি করতে যা যা পদক্ষেপ নেবে বিজেপি, তা এতে রয়েছে।’
ইস্তেহারে রাজ্য সরকারি অফিসে মহিলাদের ৩৩% সংরক্ষণের ঘোষণা করা হয়েছে। প্রথম ক্যাবিনেট বৈঠকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের ৩ বছরে প্রাপ্য ১৮ হাজার টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। অমিত শাহ জানান, ক্ষমতায় এসেই সপ্তম বেতন কমিশন গঠন করবে বিজেপি সরকার।
এছাড়াও মেয়েদের জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেন অমিত শাহ। তফসিলি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারে কন্যা সন্তান জন্ম নিলেই ৫০ হাজার টাকার বন্ড পাবে। পাশাপাশি ১৮ বছর বয়সের পরে বিয়ে হলেই ওই শ্রেণির পরিবারের মহিলাদের জন্য ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের সংস্থানের কথাও জানানো হয়েছে ইস্তেহারে। সাঁওতাল, ভুমিজ-সহ অন্যান্য উপজাতিদের নিয়ে পৃথক ডেভেলপমেন্ট বোর্ড এবং চা শ্রমিকদের দৈনিক ৩৫০ টাকা মজুরির কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Comments are closed.