আমফান ক্ষতিপূরণে রাজ্যকে আরও ২ হাজার ৭০৭ কোটি অর্থ বরাদ্দ কেন্দ্রের
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
আমফানে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। ঝড় থামার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন সম্পূর্ণ ধ্বংস দুটি জেলা– উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় আকাশপথে নজরদারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকর। তারপরেই আর্থিক সাহায্যের আশ্বাস দেন খোদ প্রধানমন্ত্রী। সেই মতো আপৎকালীন প্যাকেজ দেওয়া হয় ১ হাজার কোটি টাকা। এবার আমফান ক্ষতিগ্রস্ত ৬টি রাজকে মোট ৪,৩৮১.৮৮ কোটি টাকা আর্থিক বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, সিকিমকে এই আর্থিক সাহায্য দিয়েছে কেন্দ্রীয় সরকার।
High-Level Committee under Chairmanship of Union Home Minister approves Rs 4,381.88 Cr of additional Central assistance to 6 States. West Bengal, Odisha, Maharashtra, Karnataka, Madhya Pradesh, and Sikkim to get funds for cyclones “Amphan’,& ‘Nisarga’, floods, landslides: MHA
— ANI (@ANI) November 13, 2020
ওড়িশাকে ১২৮.২৩ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। মহারাষ্ট্রকে নিসর্গ ঘূর্ণিঝড়ের জন্য ২৬৯.৫৯ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ধস এবং বন্যায় ক্ষতির কারণে কর্ণাটকের জন্য ৫৭৭.৮৪, মধ্যপ্রদেশের জন্য ৬১১.৬১, এবং সিকিমের জন্য ৮৭.৮৪ কোটি টাকা আর্থিক বরাদ্দ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
বাংলা এবং ওড়িশার ওপর দিয়ে আমফান ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পরেই ২২ মে দুই রাজ্যেই আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই পশ্চিমবঙ্গের জন্য ১০০০ কোটি এবং ওড়িশার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেন তিনি। ২৩ মে অগ্রিম হিসেবেই এই টাকা দেওয়া হয় উদ্ধারকার্যের জন্য। এছাড়া মৃতদের পরিবারগুলোকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় কেন্দ্রের তরফে। রাজ্যের থেকে কোনও রিপোর্টের অপেক্ষা না করেই ৬টি রাজ্যের জন্য আন্তঃমন্ত্রক কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার।
Comments are closed.