‘স্ক্যাম চাইলে দিদি, স্কিম চাইলে মোদি’, জঙ্গলমহলে প্রচারে ঝড় তুললেন অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা : শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট। তার আগে আজই ছিল প্রচারের শেষ দিন। আর প্রচারের শেষ দিনে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার বাঘমুণ্ডি থেকে মমতা সরকারকে উৎখাতের ডাক দিলেন অমিত শাহ। এদিন প্রথম দফার শেষ প্রচারে জঙ্গলমহলের আদিবাসীদের উদ্দেশে শাহ বলেন, ‘তৃণমূলের গুন্ডাদের ভয় পাবেন না। কেউ কিছু করতে পারবে না। সকাল সকাল গিয়ে পদ্মফুলে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনুন।’
অন্যদিকে ক্ষমতায় এলে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়ে ঝাড়গ্রামে গোপীবল্লভপুর বিধানসভার রগড়ায় অমিত শাহ বলেন, ‘স্ক্যাম চাইলে দিদিকে ভোট দিন, আর যদি স্কিম চান, তাহলে নরেন্দ্র মোদিকে ভোট দিন। দিদি যতদিন আছেন জঙ্গলমহলের উন্নয়ন হবে না। দিদি যত দিন আছে জঙ্গলমহল থেকে ম্যালেরিয়া-ডেঙ্গু যাবে না।দিদির সঙ্গে ম্যালেরিয়া-ডেঙ্গুর বন্ধুত্ব আছে।’
বাঘমুণ্ডি ও ঝাড়গ্রামের সভা থেকে জঙ্গমহলের উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি দিয়ে শাহ বলেন, ‘বাংলায় ক্ষমতায় এলে রগড়া থেকে রামেশ্বর যাওয়ার রাস্তায় সুবর্ণরেখা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হবে। পানীয় জলের যে সঙ্কট রয়েছে তা সমাধান করা হবে। আদিবাসী মেয়েদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। তৈরি হবে বিশ্ববিদ্যালয়। শিক্ষাক্ষেত্রে অর্থের প্রয়োজন পড়বে না।’
জঙ্গলমহলের উন্নয়নের জন্য বোর্ড তৈরির প্রতিশ্রুতি দিয়ে শাহ আরও বলেন, ‘বাংলায় বিজেপি সরকার গড়লে আদিবাসীদের বাস ও ট্রেনের ভাড়া মকুব করা হবে।’ পাশাপাশি, কৃষদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর ১০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানান অমিত শাহ।
Comments are closed.