কৃষকদের শীতবস্ত্র কেনার জন্য এক লক্ষ টাকা দান কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের
শোভাঞ্জন দাশগুপ্ত
দেশজুড়ে কৃষক আন্দোলনে জেরবার কেন্দ্রীয় সরকার। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সারা ভারত ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠন। ভরা শীতে এই আন্দোলনে কৃষকদের পাশে থাকতে এগিয়ে এল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা।
রাজধানী দিল্লির রাস্তায় প্রচণ্ড শীতের সময় খোলা আকাশের নীচে বসে থাকা কৃষকদের জন্য শীতবস্ত্র কেনার জন্য অর্থের ব্যবস্থা করল কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের সংস্থা xCUs। কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাক্তনীদের সংগঠন xCUs-র পক্ষ থেকে সারা ভারত কৃষক সভার মাধ্যমে কৃষক স্ট্রাগল ফান্ডে এক লক্ষ টাকা দেওয়া হল।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমানে এসএফআই (SFI)-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এই অর্থ তুলে দেন কৃষক আন্দোলনের নেতা হান্নান মোল্লা, ভিজু কৃষ্ণনের হাতে।
Comments are closed.