হোয়াটসঅ্যাপ গ্রুপেই আইপিএল-এর যাবতীয় খবর সমর্থকদের জন্য!

বেঙ্গল ফাস্ট : ফ্যানদের সঙ্গে যোগযোগ বাড়াতে এবছর অভিনব ভাবনা নিয়ে এল মুম্বই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, এবার থেকে ৭৯৭৭০ ১২৩৪৫ নম্বরে মিস কল দিলে বা টেক্স করে হাই লিখলে, ওই ফ্যানকে মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেদের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করা হবে। এই গ্রুপে যোগ হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স দলের ভিতরের-বাইরের সব খবর নিয়ে প্রতি মুহূর্তে ফ্যানেরা আপডেট পেতে থাকবেন। ক্রিকেটার সূর্যকুমার যাদব মোবাইল ঘাঁটছেন এমন একটি ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এদিন ফ্যানেদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ নম্বরের কথা জানানো হয়েছে।
Paltan, now you can get your favourite team’s updates even on WhatsApp ✅
To initiate a conversation with #MIBuddy, head to: https://t.co/EEom7oQbUa or just send a ‘Hi’ on 7977012345 👋🏻#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @surya_14kumar pic.twitter.com/CMFF8gRTar
— Mumbai Indians (@mipaltan) September 16, 2020
শনিবার উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের লড়াই। এই ম্যাচ দিয়ে আইপিএলের ঢাকে কাঠির আগে এবার বড় চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। গতবার ২০১৯ সালে চেন্নাইকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি জিতেছিল দল। এবার সেই ট্রফি ধরের রাখার লড়াইয়ে নামতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। তার আগে ফ্যানেদের সঙ্গে যোগাযোগ দৃঢ় করতে চমক ফ্র্যাঞ্চাইজির।
Comments are closed.