Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক শেষ! তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক শেষ করে তৃণমূলে যোগ দিলেন অসমের শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা। দল ছাড়ার আগে চিঠি লিখলেন অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট সনিয়া গান্ধিকে।

প্রখ্যাত রাজনীতিক সন্তোষমোহন দেবের কন্যা দীর্ঘদিন ধরেই মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় কংগ্রেসকে। অসম কংগ্রেসের সংগঠনেও প্রচুর অবদান রয়েছে সুস্মিতা দেবের।

- Sponsored -

প্রশ্ন উঠছে, হঠাৎ কেন কংগ্রেস ছাড়লেন তিনি? তবে দল ছাড়ার কারণ ব্যাখ্যা করেননি সুস্মিতা। এই দলত্যাগে বিড়ম্বনায় পড়েছে কংগ্রেস, তা বলাইবাহুল্য। কংগ্রেসের নেতা কপিল সিবাল দলীয় নেতৃত্বকেই দায়ী করেছেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতায় এসে রাজ্যের বাইরে তৃণমূল সংগঠন গড়ে তোলায় জোর দিয়েছে। আর সেই লক্ষ্যে প্রথম টার্গেট করা হয়েছে ত্রিপুরা ও অসমকে। ইতিমধ্যেই ত্রিপুরায় কাজ শুরু করে দিয়েছে এ রাজ্যের শাসক দল। একই সঙ্গে নজর রয়েছে অসমেও। সেই অসমের নেত্রী এবার দল ছাড়ায় কংগ্রেসের চাপ অনেকটাই বাড়ল। অন্যদিকে মহিলা মুখ হিসাবে অসমে সুস্মিতা দেবই কি হতে চলেছে তৃণমূলের ট্রামকার্ড, এমনই জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.