Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘কোম্পানিরাজ নয়, জনগণের ভারতবর্ষ চাই’- দাবিতে পথসভা ফরওয়ার্ড ব্লকের

শুভাশিস মণ্ডল

করোনা মহামারীর সংকটের সুযোগ নিয়ে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে রাজ্যব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক (All India Forward Bloc)। ‘কোম্পানিরাজ নয়, জনগণের ভারতবর্ষ চাই’ এই দাবিতে সোচ্চার হলেন ফরওয়ার্ড ব্লকের কর্মীরা। তারই অঙ্গ হিসাবে দক্ষিণ হাওড়া ৪৬নং ওয়ার্ড ফরওয়ার্ড ব্লকের চৌরঙ্গী শাখা এক প্রতিবাদ সভা করল সাঁতরাগাছির সুলতানপুরে। মূলত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের অধিকার খর্ব, রেল-কয়লা বেসরকারিকরণ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরোধীতার প্রতিবাদ জানিয়ে সভার আয়োজন করা হয়।

সুলতানপুরের পথসভায় উপস্থিত ছিলেন টিইউসিসি-র রাজ্য সম্পাদক প্রবীর ব্যানার্জি, হাওড়া জেলা কমিটির শ্যামসুন্দর হাজরা, অনিরন দাস, শিবশঙ্কর পাল, সুজয় ঘোষ, পিন্টু গুইন, পিন্টু দাস, বিজয় মালাকার-সহ ফরওয়ার্ড ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারকে ‘জনবিরোধী, শ্রমিক বিরোধী’ আখ্যা দিয়ে আর্থিক নীতি ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলে এদিন সরব হন তারা।

 

- Sponsored -

টিইউসিসি-র রাজ্য সম্পাদক প্রবীর ব্যানার্জি তাঁর বক্তৃতায় বলেন, ‘একদিকে সারা দেশ করোনা সংকটে বিপর্যস্ত। এরই মধ্যে দেশের লাভজনক রাষ্টায়ত্ত সংস্থাগুলিকে যথেচ্ছ ভাবে বেসরকারি মালিকানার হাতে তুলে দেওয়া হচ্ছে। সম্প্রতি কয়লা ও রেল পরিষেবার ওপর আঘাত নামিয়ে এনেছে নরেন্দ্র মোদির সরকার। একের পর এক বেসরকারিকরণ!’ তিনি প্রশ্ন তোলেন, ‘এগুলো করা হচ্ছে কার স্বার্থে? মানুষের প্রতিদিনের রুটিরুজির লড়াইকে ভেঙে দিতে ধর্ম নিয়ে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করছে বিজেপি সরকার। এসবের বিরুদ্ধে দেশ বাঁচাতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতেই হবে।’

৪৬নং ওয়ার্ড ফরওয়ার্ড ব্লকের নেতা সুজয় ঘোষ তাঁর বক্তব্যেও কেন্দ্রের বেসরকারিকরণের বিরুদ্ধে একজোট হওয়ার আবেদন করেন। তিনি বলেন, ‘রেল, বিমা, ব্যাঙ্ক সর্বত্র বেসরকারিকরণের থাবা। বিএসএনএল, এমটিএনএল, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থা বন্ধ হবার পরিস্থিতি। সমাজের সর্বস্তরে মানুষ আজ আতঙ্কে, নিরাপত্তাহীনতায় ভুগছেন। দুর্বল করে দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষা ব্যবস্থা। আর এসবের থেকে মুখ ঘোরাতে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজনের চক্রান্ত চলছে কেন্দ্রের মোদি সরকার। এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই হবে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.