Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

লকডাউনেই চিড়িয়াখানায় হোর্ডিং লাগানোর কাজ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, আশঙ্কাজনক ১

নিজস্ব সংবাদদাতা : আলিপুর চিড়িয়াখানার ভিতরে মর্মান্তিক মৃত্যু। হাতির এনক্লোজারের সামনে মাটি খুঁড়ে খুঁটি বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনজন। ঘটনাস্থলেই মারা যান দুইজন। প্রত্যক্ষদর্শীদের মতে, মাটি খোঁড়ার সময় শাবলের সাথে মাটির তলায় থাকা বিদ্যুৎবাহী তারের স্পর্শ হওয়াতেই বিপত্তি। মৃত দুইজন একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার হয়ে কাজ করছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হন মুর্শিদাবাদের বাসিন্দা তারিণী ঘোষ এবং চিংড়িহাটার বাসিন্দা প্রদীপ দাস ভদ্র।

- Sponsored -

সূত্রের খবর, বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের হোর্ডিং লাগানোর সময় প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন একজন। তাঁকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন আরও এক কর্মী। দুজনের এই অবস্থা দেখে তাঁদের উদ্ধার করতে যান আর এক জন। সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। মোট তিনজনের মধ্যে ঘটনাস্থলেই মারা যান দুইজন। অপর একজন আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ওয়াটগঞ্জ থানার পুলিশ। লকডাউনের মধ্যে চিড়িয়াখানায় হোর্ডিং লাগানোর কাজ কীভাবে চলছিল, প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঘটনার পর মুখে কুলুপ এঁটেছেন চিড়িয়াখানার আধিকারিকরা। ইতিমধ্যে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.