রাজ্যের নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, অক্টোবর থেকেই দায়িত্বে
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তিও জারি করে জানানো হয় বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা অবসর নিচ্ছেন আগামী ৩০ সেপ্টেম্বর। তাঁর জায়গায় রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পাচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সোমবার সকালে ট্যুইট করে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মুখ্যসচিব পদে নিয়োগের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
I'm pleased to announce that Alapan Bandyopadhyay, now Addnl Chief Secy (Home & Information) is appointed as the new Chief Secretary of WB.
H K Dwivedi, hitherto Finance Secy, will be new Home Secy & Manoj Pant takes charge of Finance w.e.f. 1st Oct. Best wishes to entire team.— Mamata Banerjee (@MamataOfficial) September 28, 2020
এদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিদেবী। এর আগে অর্থ দফতরের সচিব ছিলেন দ্বিদেবী। হরিকৃষ্ণের জায়গায় অর্থসচিব হচ্ছেন মনোজ পন্থ। বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহা আগামী ৩ বছর ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
রাজ্য প্রশাসনের সর্বোচ্চ বিভাগে নতুন নিয়োগ নিয়ে ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি এটা জানাতে পেরে খুব আনন্দিত যে বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নতুন মুখ্যসচিব নিযুক্ত করা হল। বর্তমান অর্থ দফতরের সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব নিযুক্ত করা হল। অন্যদিকে অর্থ দফতরের সচিবের দায়িত্ব পেলেন মনোজ পন্থ। আগামী ১ অক্টোবর থেকে দায়িত্ব নেবেন তিনজন।”
আগামী বছরের মে মাস পর্যন্ত মুখ্যসচিব পদে থাকবেন ১৯৮৭-র ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়। চাকরি জীবনের শুরুতে মহকুমাশাসক, আন্ডার সেক্রেটারি এবং একাধিক জেলার জেলাশাসক হিসেবে কাজ করেছেন তিনি। কলকাতা পুরসভার কমিশনার ছাড়াও পুর, পরিবহণ, শিল্প, এসএসএমই-এর মতো দফতরেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে আলাপনের। স্বরাষ্ট্রসচিবের দায়িত্বের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দফতরেরও দায়িত্বভার সামলেছেন তিনি। এহেন একজন দুঁদে আমলাকে মুখ্যসচিব পদে নির্বাচন করে নবান্ন সঠিক সিদ্ধান্তই নিয়েছে বলে মত রাজ্য প্রশাসনিক মহলের কর্তাদের।
Comments are closed.