Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আব্বাস সিদ্দিকিকে সঙ্গে নিয়েই বাংলায় লড়বে মিম: ওয়াইসি

নিজস্ব সংবাদদাতা : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। রবিবার সকালে ফুরফুরা দরবার শরিফে সুদূর হায়দরাবাদ থেকে এসে মিম (AIMIM) সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসি বৈঠক করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে। সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে থাবা বসাতে বাংলার বিধানসভা ভোটে লড়ার কথা অনেক আগে থেকেই বলছেন আসাউদ্দিন ওয়াইসি। পাশাপাশি পীরজাদা আব্বাস সিদ্দিকিও মুসলিম, পিছিয়ে পড়া জনজাতি, কৃষক ও শ্রমিকদের নিয়ে নতুন দল গড়ে ভোটে লড়ার কথা জানিয়েছিলেন। ইতিমধ্যে দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলির মুসলিম অধ্যুষিত এলাকায় প্রার্থী দেবেন বলেও ঘোষণা করেছিলেন তিনি। বাঙালি মুসলিম ও সংখ্যালঘু যুব সম্প্রদায়ের কাছে পীরজাদা আব্বাস সিদ্দিকি নয়া নেতা হিসাবেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ফলে বিধানসভা নির্বাচনের আগে মিম প্রধানের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

- Sponsored -

এদিন ফুরফুরা শরিফে পীরজাদা আব্বাস সিদ্দিকর সঙ্গে দেখা করে মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি বলবেন, ‘বাংলায় দলের কাজ শুরু হবে। আব্বাস সিদ্দিকিকে সঙ্গে নিয়েই বাংলায় লড়বে মিম। এটাই এখন জরুরি। সিদ্দিকি সাহেব যে কথা বলছেন তা পোক্ত করতেই তাঁর সঙ্গে থাকবে মিম। যে কাজ সিদ্দিকি করছেন তা ঐতিহাসিক। উনি যে সিদ্ধান্ত নেবেন, তাকেই সমর্থন করব। ভবিষ্যৎ চূড়ান্ত করবেন আব্বাস সিদ্দিকিই।’ এদিকে বিজেপির ‘বি’ টিম হিসেবে কাজ করছে মিম– তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়ে ওয়াইসি বলেন, ‘বিজেপির হাত শক্ত করেছে তৃণমূলই। গত লোকসভা নির্বাচনে তো বাংলায় লড়েনি মিম। তা সত্ত্বেও বিজেপি ১৮টা আসন পেল কী ভাবে?’

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.