আয় বাড়াতে জ্বালানিতে কৃষি সেস! দাম বাড়বে না বলে অভয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

নিজস্ব সংবাদদাতা: রাজকোষে ঘাটতি কমাতে ডিজেলে লিটার পিছু ৪ টাকা কৃষি সেস এবং পেট্রোলে লিটারপিছু ২.৫ টাকা কৃষি সেস ধার্য করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘‘দেশজুড়ে কৃষি পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যেই এই সেস ধার্য করা হয়েছে।’’ তবে এর ফলে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। কারণ বাজেটে পেট্রোল-ডিজেলের উপরে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন নির্মলা৷
তবে অর্থনীতির বিশেষজ্ঞদের মতে, পেট্রল-ডিজেলে আমদানি শুল্ক হ্রাস করা হলেও ওই একই পরিমাণ কৃষি সেস বসানোর প্রস্তাব দেওয়ার ফলে দাম না বাড়লেও দাম কমার কোনও সম্ভাবনা নেই জ্বালানিতে।
সেই সঙ্গে কৃষি সেস আরও কয়েকটি পণ্যের উপরেও বসছে। কৃষি সেস বসছে সয়াবিন তেলে ২০ শতাংশ, সূর্যমুখী তেলে ৩৫ শতাংশ, অপরিশোধিত পাম তেলে ১৭.৫ শতাংশ, আপেলে ৩৫ শতাংশ, কড়াইশুঁটিতে ৪০ শতাংশ এবং সোনা ও রুপোর বাটে ২.৫ শতাংশ। সেস বসছে তুলোর উপরেও। তবে আমজনতার আশঙ্কা, নতুন এই সেসের চাপ আসলে তাদের পকেটের উপরেই পড়তে চলেছে৷
Comments are closed.