আবার পথে নামছে জাতীয়তাবাদী যুব পরিষদ
রূপম চট্টোপাধ্যায়
সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে যে কয়েকটি সামাজিক-রাজনৈতিক সংগঠন সক্রিয়ভাবে পরিবর্তনের পক্ষে দাঁড়িয়ে সময়ের দাবিকে মর্যাদা দিয়েছিল তাদের অন্যতম জাতীয়তাবাদী যুব পরিষদ। রেজাউর রহমান, বিডিও কল্লোল সূর এঁদের রহস্যজনক মৃত্যু নিয়ে এই সংগঠন যথেষ্ট সক্রিয় ছিল। সেই আন্দোলনের পরিচিতির সুবাদে কেউ কেউ পরবর্তীকালে বিধায়ক হয়েছেন। সুনন্দ সান্যাল, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, অনুরাধা তলোয়ার, সুজাত ভদ্র, বাণীপদ সাহা, মানস ঘোষ, পুলক নারায়ণ ধর-সহ বহু বিশিষ্ট মানুষ এই সংগঠনের আহ্ববানে সাড়া দিয়ে পরিবর্তনের আন্দোলনকে গতি দিয়েছিলেন।
কিন্তু রাজ্যের এই পরিবর্তন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বলেই মনে করছে জাতীয়তাবাদী যুব পরিষদ। রাজ্য রাজনীতি ক্রমশ তার স্বচ্ছতা হারাচ্ছে। তাই সংগঠনের সভাপতি দীপ্তিমান বসু দাবি করেছেন, স্বচ্ছ বাংলা গড়তে রাজনীতির স্বচ্ছতা প্রয়োজন। তাই রাজনীতির স্বচ্ছতা ও গঠনশীল ভাবনার বিকাশ ঘটিয়ে বাংলাকে যথাযথ বাসযোগ্য করে তোলার লক্ষেই তাদের আন্দোলন পরিচালিত হবে। এই সংগঠন একসময় মানুষের মনে যথেষ্ট রেখাপাত করেছিল তার গণতান্ত্রিক বাতাবরণের জন্য। কারণ জাতীয়তাবাদী যুব পরিষদ বিশ্বাস করে, রাজনীতির জন্য মানুষ নয়, মানুষের জন্য রাজনীতি।
শনিবার বিকেল তিনটেয় কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে আয়োজন করেছে এই সংগঠন। উপস্থিত থাকবেন রাজ্যের প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা।
Comments are closed.