করোনার তৃতীয় ঢেউ আটকাতে হাওড়ায় থানাভিত্তিক বাজার বন্ধের সিদ্ধান্ত, জেনে নিন কবে কোন বাজার বন্ধ থাকবে

নিজস্ব সংবাদদাতা : হাওড়ায় করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে এবার সপ্তাহে থানাভিত্তিক বাজার বন্ধের সিদ্ধান্ত নিল পুর প্রশাসন। হাওড়ার করোনা পরিস্থিতি নিয়ে বুধবার বৈঠকে বসেছিল পুরনিগমের প্রশাসক মণ্ডলী এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সেই বৈঠকে ঠিক হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বাজার বন্ধ থাকবে। কেবলমাত্র দুগ্ধজাত সামগ্রীর দোকান, মিষ্টির দোকান এবং ওষুধের দোকান ছাড়া অন্যান্য সব দোকান বন্ধ থাকবে। আজ থেকেই কার্যকর হবে নির্দেশ। পাশাপাশি কোনও দোকানদার যদি এই নির্দেশ অমান্য করে দোকান খোলেন তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে পুর প্রশাসন।
করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে হাওড়া সিটি পুলিশ এলাকার সমস্ত দোকানপাট বন্ধ থাকবে নির্দিষ্ট দিনে। pic.twitter.com/n3HomUzIxO
— Bengal Fast (@bengal_fast) June 30, 2021
বুধবার হাওড়া পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন, ‘নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বাজার বন্ধের নির্দেশ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট থানাগুলিকে ইতিমধ্যেই জানানো হয়েছে। করোনার তৃতীয় ঢেউ রোখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ জেলাশাসক মুক্তা আর্য জানান, ‘রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নিম্নমুখী সংক্রমণ দেখেই রাশ আলগা করা যাবে না। কোনওভাবেই বাড়তে দেওয়া যাবে না সংক্রমণ। সেজন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা।’ হাওড়া জেলা প্রশাসন জানিয়েছে আপাতত অনির্দিষ্টকালের জন্য এই বিধি বলবৎ থাকবে।
হাওড়া সিটি পুলিশ এলাকায় কবে বন্ধ থাকবে বাজার দেখে নিন একজনরে :
১. রবিবার বেলুড় ও চ্যাটার্জিহাট থানা এলাকার বাজার
২. সোমবার নিশ্চিন্দা, সাঁকরাইল এবং শিবপুর থানা এলাকার বাজার
৩. মঙ্গলবার সাঁতরাগাছি এবং হাওড়া থানা এলাকার বাজার
৪. বুধবার জগাছা এবং গোলাবাড়ি থানা এলাকার বাজার
৫. বৃহস্পতিবার দাশনগর, ডোমজুড় এবং বালি থানা এলাকার বাজার
৬. শুক্রবার মালিপাঁচঘরা ও এজেসি বোস (বোটানিক্যাল গার্ডেন) থানা এলাকার বাজার
৭. শনিবার লিলুয়া ও ব্যাঁটরা থানা এলাকার বাজার
Comments are closed.