Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বাংলার ভোটে ব্যস্ত! কংগ্রেসের লোকসভার নেতার পদ থেকে সাময়িক অব্যাহতি অধীর চৌধুরীকে

নিজস্ব সংবাদদাতা : বঙ্গে ভোট প্রচারে ঝড় তুলতে এআইসিসি লোকসভার দলনেতার পদ থেকে অব্যাহতি দিল অধীর চৌধুরীকে। তাঁর জায়গায় অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হচ্ছে পঞ্জাবের লুধিয়ানার সাংসদ রভনীত সিং বিট্টুকে। এখন তিনি সংসদের নিম্নকক্ষে দলের মুখ্য সচেতক। লোকসভার স্পিকারের দফতরকে চিঠি দিয়ে ওই পরিবর্তনের অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুরোধ মেনে নিয়েছেন স্পিকার ওম বিড়লা। ফলে সংসদের বাকি অধিবেশনগুলিতে লোকসভার বিরোধী দলনেতার ভূমিকা পালন করবেন রভনীত সিং বিট্টু।

- Sponsored -

রভনীত সিং বিট্টু

হাইকমান্ড সূত্রে খবর, আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতিকে। তাই দায়িত্ব লাঘবে এই সিদ্ধান্ত। ৫ বছর বয়সি বিট্টু পঞ্জাবের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং-এর নাতি৷ ২০০৯-এ প্রথমবার পঞ্জাবের আনন্দপুর সাহিব কেন্দ্র থেকে জয়ী হন৷ এরপর ২০০১৪ এবং ২০১৯-এ লুধিয়ানা থেকে সাংসদ নির্বাচিত হন তিনি৷

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.