মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে অধীর চৌধুরী, বিধানসভা ভোটে তৃতীয় বিকল্প গঠনের ডাক
শোভাঞ্জন দাশগুপ্ত
নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, বেকারত্ব সমস্যা, আইন শৃঙ্খলার অবনতি, স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা, বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং হাথরাস কাণ্ডের প্রতিবাদে পথে নামল প্রদেশ কংগ্রেস। এদিন বিধানভবন থেকে শুরু হয়ে মিছিল ধর্মতলায় শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালকে ডেপুটেশনও জমা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি-সহ কংগ্রেসের প্রতিনিধি দল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে মূল্যবৃদ্ধি। অথচ লাগাম নেই শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে। বাজারে যান জিনিসপত্রের দামে আগুন লেগেছে। হু-হু করেছে জিনিসপত্রের দাম বাড়ছে। মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্রের দাম। অথচ কী রাজ্য সরকার, কী কেন্দ্র সরকার কারও কোনও মাথাব্যথা নেই। রাজ্যজুড়ে শুধু কাটমানির মডেল চলছে।’
আগামী বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট করে তৃতীয় বিকল্প গঠন করার বার্তা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘বামেদের সঙ্গে জোট করে রাজ্যে তৃতীয় বিকল্প গড়ে তোলা হবে। তৃতীয় বিকল্প আগামিদিনে রাজ্যে সরকার গঠন করবে। যারা মনে করছে কংগ্রেস দুর্বল হয়ে গিয়েছে, কংগ্রেস ছোট দল– তারা মুর্খের দল। কংগ্রেস বাংলার মানুষের কথা বলবে। মানুষের জন্য লড়বে।’
অন্যদিকে হাতরাসকাণ্ড নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ১৯ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হল। তাঁর পরিবারকে না জানিয়ে দেহ পুড়িয়ে দেওয়া হল। কোনও হিন্দু সংস্কারে এ উদাহরণ নেই।’
Comments are closed.