‘তীর্থক্ষেত্রে এলাম’, সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে বললেন অধীর চৌধুরী

শোভাঞ্জন দাশগুপ্ত
প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলফগ্রিনের বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ বুধবার সকাল ১১টা নাগাদ সৌমিত্র-কন্যা পৌলমী বসুর সঙ্গে মিনিট ২০ সময় কাটান অধীর চৌধুরী৷ পৌলোমী বসু অধীর চৌধুরীকে চা খেয়ে যেতে অনুরোধ করলে রাজি হননি তিনি। পরে সৌমিত্রবাবুর ফোটোতে পুষ্পস্তবক দেন অধীর চৌধুরী। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে সৌমিত্রবাবুর সম্মানে একটি চেয়ার যেন সংরক্ষিত করা হয়, এই ব্যাপারে কেন্দ্রকে আবেদন করবেন বলে জানিয়েছেন অধীর চৌধুরী।
এরপর পৌলোমী বসুর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে অধীর চৌধুরী বলেন, ‘সৌমিত্রবাবু খুব সাধারণ মানের জীবনযাপন করতেন। ১৯৫৪ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালেও পুরস্কার পেয়েছিলেন। ২০১১ সালে এই সরকার আসার পর থেকে এই মহান মানুষের সমস্ত সম্মানীয় পদ কেড়ে নিয়েছিল। এ পাড়া ও পাড়ার অভিনেতা অভিনেত্রীদের সম্মান জানিয়েছেন। কিন্তু সৌমিত্রবাবুকে সম্মান জানায়নি ৷ আজ আমি এই কিংবদন্তির বাড়ি এসে তীর্থক্ষেত্র ঘুরে গেলাম।’
Comments are closed.