Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

Actress Nusraat Faria detained at Dhaka airport: ঢাকায় আটক অভিনেত্রী নুসরত ফারিয়া

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।

- Sponsored -

বাংলাদেশের পাশাপাশি নুসরত এপার বাংলাতেও যথেষ্ট জনপ্রিয়। অভিনয় করেছেন জিৎ-অঙ্কুশদের সঙ্গেও। নুসরত শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’-এ।

পর্দার ‘হাসিনা’-কে গ্রেফতার করে ইউনুস সরকারের ইমিগ্রেশন পুলিশ শহরের মিন্টু রোডে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা শাখার কার্যালয়ে নিয়ে যায়। নুসরতকে আটক প্রসঙ্গে পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন একটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঢাকা শহরের ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি আওয়ামি লীগের অর্থের জোগানদাতা হিসেবে ওই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।

Actress Nusraat Faria arrested at Dhaka airport in murder case

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply