কর্কটরোগ সঞ্জয় দত্তর, স্টেজ-থ্রিতে লড়ছেন মুন্নাভাই

সুদীপ চট্টোপাধ্যায়
দেশজুড়ে করোনা আবহের মধ্যেই কয়েকদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের মুন্নাভাই সঞ্জয় দত্ত। কোভিড সন্দেহে তাঁর করোনা টেস্ট করা হলেও তাঁর রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি পেয়েছিল বলিউড। তবে এই আনন্দ বেশি দিন স্থায়ী হল না বলিউডের।
— Sanjay Dutt (@duttsanjay) August 11, 2020
মঙ্গলবারই ট্যুইট করে নিজের ক্যান্সারের কথা তাঁর ফ্যানেদের জানিয়েছেন খোদ সঞ্জয় দত্ত। তার ক্যান্সার এখন স্টেজ-থ্রিতে। এই মারণ রোগের চিকিৎসার জন্য তিনি কিছুদিন ফিল্ম জগৎ থেকে বিরতি নিলেও শীঘ্রই ফিরে আসবেন বলে ট্যুইটারে আশ্বস্ত করেছেন তাঁর তামাম ভক্তদের। এই মুহূর্তে ফুসফুসে ক্যান্সারের তৃতীয় স্টেজে রয়েছেন ৬১ বছরের এই অভিনেতা। খবরের সূত্র অনুসারে সুদূর আমেরিকায় চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছেন সঞ্জুবাবা। করোনা ভাইরাস বা অন্য কোনও কারণে ২০২০ সালে বিভিন্ন তারকাকে হারিয়ে বিপর্যস্ত বলিউড। তার ওপর সঞ্জয় দত্তর এই শারীরিক অসুস্থতা যে এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলিউডের, তা বলাইবাহুল্য।
Comments are closed.