নিজের কাজে ফিরতে চান, নেত্রীর থেকে অব্যাহতি চাইলেন চিরঞ্জিৎ চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা: এবার বেসুরো হলেন বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীও। ২০২১-এর ভোটের মুখে দল থেকে অব্যহতি চাইলেন টলি অভিনেতা। তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সে কথা জানিয়েও দিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। তবে রাজনীতি ছাড়লেও অভিনেতা বিধায়ক জানিয়েছেন, ‘দল ছেড়ে দিলেও অন্য দলে যাব না। ফিরে যাব নিজের জগতে।’
২০১১ সালে বারাসত কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সংবাদমাধ্যমকে এই অভিনেতা বলেন, ‘আমি রাজনীতির বাইরের লোক। আমার মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পরিবর্তন আনতে পারেন। তাই তাঁর দলে যোগ দিয়েছিলাম। প্রথমবার বিধায়ক হওয়ার পর দ্বিতীয়বার রাজনীতি থেকে অব্যাহতি চেয়েছিলাম। কিন্তু সেবারও দলের স্বার্থে নির্বাচনে লড়াই করি। এখন রাজনীতি থেকে অব্যাহতি চাইছি।’ এখন নেত্রীর সবুজ সঙ্কেতের অপেক্ষায় চিরঞ্জিৎ।
Comments are closed.