তুষার মেহতার অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল, বিজেপির ‘সিক্রেট জেনারেল’, ট্যুইট তোপ অভিষেকের
নিজস্ব সংবাদদাতা : সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে বিরোধী দলনতো শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ বিতর্ক নিয়ে এবার জোরদার চাপ বাড়াতে ব্যস্ত তৃণমূল শিবির। মেহতার অপসারণ চেয়ে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ সুখেন্দুশেখর রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সলিসিটর জেনারেল অপসারণ দাবি আর অন্য দিকে, শুভেন্দুর প্রভাবশালী হওয়ার বিষয়টিকে রাজনৈতিক অস্ত্র বানাতে চাইছে তৃণমূল। যে নারদ মামলায় সিবিআইয়ের হয়ে আদালতে লড়ছেন তুষার, সেই মামলাতেই শুভেন্দুর নামে এফআইআর রয়েছে বলে দাবি তৃণমূলের। মূলত এই বিষয়টিকে হাতিয়ার করেই তৃণমূল শুভেন্দু বিরোধী প্রচারকে জোরালো করতে চাইছে।
অন্যদিকে তুষারকে বিজেপির ‘সিক্রেট জেনারেল’ সলিসিটর বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুষার মেহতার সলিসিটর জেনারেলের পদ ছেড়ে বিজেপির ‘সিক্রেট জেনারেল’ হিসেবে কাজ করা উচিত বলে ট্যুইট করেন অভিষেক। টুইটে অভিষেক লেখেন, ‘৭২ ঘণ্টা কেটে গেলেও তুষার মেহতা, ভারতের সম্মানীয় এসজি তাঁর দাবির সপক্ষে তাঁর নিজের বাড়ির ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসেবে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। এসজি, আপনি এই দুর্বল যুক্তি নিয়ে বিজেপির সিক্রেট জেনারেল পদে কাজ করতে পারেন, কিন্তু ভারতের সলিসিটর জেনারেল হিসেবে নয়।’
Comments are closed.