ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ! ‘শেম অন ইউ বিজেপি’ ব্যানারে ভিডিয়ো পোস্ট অভিষেকের
নিজস্ব সংবাদদাতা: ডুমুরজলায় বিজেপির সভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির মহাযোগদান মেলায় জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে ট্যুইটে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিযোগ তিনি। ট্যুইটারে ‘শেম অন ইউ বিজেপি’ ব্যানারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Those preaching about Patriotism & Nationalism can’t even sing our National Anthem correctly.
This is the party which claims to uphold India’s honour and pride! SHAMEFUL!
Will @narendramodi @AmitShah @BJP4India apologise for this “Anti-National” Act?#BJPInsultsNationalAnthem pic.twitter.com/fgdCEMPisk
— Abhishek Banerjee (@abhishekaitc) January 31, 2021
ট্যুইট করা ভিডিয়োয় শোনা যাচ্ছে শেষ লাইনে ‘জনগণ মঙ্গলদায়ক জয় হে’-র পরিবর্তে আবার ‘জন গণ মন অধিনায়কই’ গাইছেন বিজেপি নেতানেত্রীরা। এ প্রসঙ্গে অভিষেক ট্যুইটে লেখেন, ‘‘যাঁরা দেশপ্রেম আর জাতীয়তাবাদ নিয়ে কথা বলেন, তাঁরা আমাদের দেশের জাতীয় সঙ্গীতটাও সঠিকভাবে গাইতে পারেন না। এই দলটাই আবার দাবি করে তারা দেশের সম্মানের ধ্বজা বহন করছে। এই ‘দেশবিরোধী’কাজের জন্য নরেন্দ্র মোদি, অমিত শাহ ও বিজেপি কি ক্ষমা চাইবে?’’
যদিও হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি, নেতা-নেত্রীরা ভুল জাতীয় সঙ্গীত গাননি। মাইকে অন্য কারও গলা শোনা গিয়েছে।
Comments are closed.