‘চার আনার নকুলদানা– তার আবার ক্যাশমেমো’! কাঁথির সভা থেকে শুভেন্দুকে তোপ অভিষেকের

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের কাঁথির দইসাইয়ের মাঠ থেকে প্রথমবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ‘মিরজাফর’ বলে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের যেকোনও প্রান্তে ভোটে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও দিলেন অভিষেক। কাঁথির সভা থেকে তাঁর চ্যালেঞ্জ, ‘আজকে এলাম, দু’ মাসের মধ্যে আবার পঞ্চাশ বার আসব৷ জামানত বাজেয়াপ্ত করব৷ এই মাঠে যা লোক হয়েছে, তাঁরা ভোট দিলেই তো মিরজাফর কোম্পানির জামানত জব্দ হবে। মেদিনীপুরের মানুষ বিশ্বাসঘাতকতা সহ্য করবে না। জেলার মানুষের বিশ্বাসভঙ্গ করেছেন যাঁরা, তাঁদের মানুষ ক্ষমা করবেন না। বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করবেন কথা দিন। চার আনার নকুলদানা– তার আবার ক্যাশমেমো। নিজে স্বীকার করছে ২০১৪ সাল থেকে অমিত শাহের সঙ্গে যোগাযোগ ছিল। আমরা তো জানতাম, তাই ভরসা করিনি।’
কাঁথির জনসভা থেকেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়েও শুভেন্দুর বিরুদ্ধে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনগণের উদ্দেশে বলেন, ‘জোরে আওয়াজ তুলুন, শান্তিকু্ঞ্জ যেন থরথর করে কাঁপে। যাঁর নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, তাঁর পদলেহন করছে। অবিভক্ত মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না, আর যাই হোক মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না। মেদিনীপুরের আবেগ দিল্লির কাছে বিক্রি করেছে এক গর্দার। বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল, আজ তারা শ্যামাপ্রসাদের মূর্তিতে ফুল দিচ্ছে। যাঁরা এই মাটিকে কালিমালিপ্ত করেছেন, তাঁদের মেদিনীপুর থেকে বিতাড়িত করতে হবে। তোমার পাড়ায়, তোমার মাটিতে, তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, তোমার বাড়ির কয়েক কিমির মধ্যে দাঁড়িয়ে আছি। ক্ষমতা থাকলে কিছু করে দেখাও।’
সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একটার পর একটা উন্নয়ন প্রকল্প করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ উপকৃত। দুয়ারে সরকার সাফল্যের মুখ দেখছে। আর বিজেপির লোকেরা বলছেন যমের দুয়ারে সরকার। ঠিক বলেছেন। এঁদের যম তো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গো হারান হারবে ওরা।’
Comments are closed.