Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘এক নেতা, এক পদ’ চালু তৃণমূলে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠকে বড়সড় রদবদল। ২০২৪-এর লোকসভা ভোটকে সামনে রেখে সংগঠনকে ঢেলে সাজালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলে ‘এক নেতা, এক পদ’ কার্যকরে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এর আগে ‘এক নেতা, এক পদ’ কার্যকর করতে যুব তৃণমূল সভাপতির পদে ইস্তফা দেন অভিষেক। তাঁর জায়গায় নতুন যুব সভানেত্রী হলেন সায়নী ঘোষ। সর্বভারতীয় মহিলা সভানেত্রী হলেন কাকলি ঘোষ দস্তিদার। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন কুণাল ঘোষ এবং রাজ্য সম্পাদকের পদে আনা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

- Sponsored -

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দায়িত্বে এলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিসান সংগঠনের সভাপতি হলেন বর্ষীয়ান ট্রেড ইউনিয়ন নেতা তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীকে তৃণমূলের কালচারাল প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হল। বঙ্গজননীর সভানেত্রী করা হয়েছে মালা রায়কে। বঙ্গজননীতে আনা হয়ে জুন মালিয়া ও লাভলি মৈত্রকে।

এদিকে আজকের বৈঠক থেকে নবনির্বাচিত বিধায়ক থেকে দলের সব নেতানেত্রীকে কড়া নিদান দিলেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এবার থেকে কোনও মন্ত্রীর গাড়িতে লালবাতি ব্যবহার করা যাবে না। পাশাপাশি দুর্নীতিতে যেন কারও নাম না জড়ায় সে বিষয়েও সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও যখন তখন মুখ খোলা যাবে না সোশ্যাল মিডিয়ায়। স্বচ্ছতা বজায় রেখে সরকারি প্রকল্প বাস্তবায়িত করতে হবে, কোনও অভিযোগ যেন না ওঠে। কড়া নির্দেশ তৃণমূল সুপ্রিমোর।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.