‘অব্যক্ত’ : প্রাক্তন ও বর্তমান স্ত্রীর দাম্পত্যের চড়াই-উতরাই নিয়ে শর্ট ফিল্ম

নিজস্ব সংবাদদাতা : রবিবার বিকেলে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পোস্টার উন্মোচন হল পরিচালক দেবনাথ মাইতির শর্ট ফিল্ম ‘অব্যক্ত’-র। এক পুরুষের প্রাক্তন ও বর্তমান স্ত্রীর দাম্পত্য জীবনের চড়াই-উতরাই হল ‘অব্যক্ত’-র মূল আকর্ষণ।
মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় ক্যাম্পাসে মুক্তমঞ্চে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণচন্দ্র ওঝা, ‘সময় বাংলা’র কর্ণাধার জয়ন্ত মণ্ডল, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সঙ্গীতশিল্পী সুমন্ত সাহা, অভিনেত্রী সুতপা রায় প্রমুখ। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান ছবির পরিচালক দেবনাথ মাইতি। উপস্থিত অতিথিরা দেবনাথ মাইতির কাজের প্রশংসার পাশাপাশি, ছবিটির সাফল্য কামনা করেন।
ছবির পোস্টার উন্মোচনের পাশাপাশি এদিন সন্ধ্যায় ছবিটি ‘সময় বাংলা’র পর্দায় রিলিজ হয়। ডিএম প্রোডাকশনের ব্যানারে তৈরি এই ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও সংলাপ রচনা করেছেন দেবনাথ মাইতি। অভিনয় করেছেন অভিনেত্রী ঋত্বিকা চক্রবর্তী ও সুতপা রায়। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন সুমন্ত সাহা। পরিচালক দেবনাথ মাইতির আশা তাঁর তৈরি এই শর্ট ফিল্মটি দর্শকদের মন জয় করবে। ছবিটি সময় বাংলার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যাবে। উল্লেখ্য এটি দেবনাথ মাইতি পরিচালিত সপ্তম শর্ট ফ্লিম।
Comments are closed.