সেপ্টেম্বরের ৯ এবং ১০ তারিখে বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন
শোভাঞ্জন দাশগুপ্ত
দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের সেপ্টেম্বরের ৯ এবং ১০ তারিখে বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন। তার আগে ৪ সেপ্টেম্বর বিধানসভায় সর্বদল বৈঠক হতে চলেছে বলে খবর। গত মার্চের ১৭ তারিখ শেষবার বসেছিল বিধানসভার অধিবেশন। এরপর করোনা আবহে বন্ধ হয় গেছিল অধিবেশন। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে অধিবেশন ডাকতে হবে স্পিকারকে। এরমধ্যে বিরোধী দলগুলোর পক্ষ থেকে বিধানসভার স্পিকারের কাছে আবেদন জানানো হয়েছিল অধিবেশন ডাকার জন্য।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই আবেদনে সাড়া দিয়ে এবং বিধানসভার অধিবেশন ডাকার নিয়ম মেনে সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখে দিনক্ষণ স্থির করেছেন। তবে করোনা পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে সরকার। প্রত্যেক বিধায়ককে দেওয়া হবে মাস্ক এবং স্যানিটাইজার। বিধানসভার কক্ষের বাইরে বসানো হবে স্যানিটাইজার টানেল। নিষিদ্ধ করা হচ্ছে দর্শকের উপস্থিতি, তবে সংবাদমাধ্যমের প্রবেশ থাকবে। বিধায়কদেরও কয়েকজনের আসন নির্দিষ্ট করা থাকবে দর্শকদের জায়গায়। ক্যাবিনেট মন্ত্রী, বিরোধী দলনেতা এবং বিরোধী পক্ষের বিধায়কেরা বসবেন নির্দিষ্ট জায়গাতেই। বয়স্ক বিধায়কদের জন্য বিশেষ দূরত্ববিধি মেনে বসার ব্যবস্থা করা হচ্ছে।
Comments are closed.