Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘…কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়!’ প্রয়াত উর্দু সাহিত্যের কবি রাহাত ইন্দোরি

সুনাসীর চক্রবর্তী

প্রয়াত উর্দু সাহিত্যের বিশিষ্ট কবি ও গীতিকার রাহাত ইন্দোরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার দুপুরে পরপর দু’বার হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু ঘটে তাঁর। যদিও তিনি কিছুদিন ধরেই কোভিড আক্রান্ত ছিলেন। এমনটাই জানিয়েছেন শ্রীঅরবিন্দ হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে আরও জানা যায় যে, তাঁর ফুসফুসের প্রায় ৬০% নিউমোনিয়ায় আক্রান্ত হয়।

- Sponsored -

বিশিষ্ট উর্দু কবি, চিত্রকর ও গীতিকার হিসেবে সুপরিচিত ছিলেন রাহাত ইন্দোরি। শুধু কবি নয়। হিন্দি ফিল্মের জগতেও বেশ পরিচিত ছিলেন তিনি। নয়ের দশকে ‘স্যার’, ‘খুদ্দার’, ‘নারাজ’ প্রভৃতি ছবিতে গীতিকার হিসেবে সমাদৃত হন তিনি। এরপর ইমরান হাসমির সুপারহিট ‘মার্ডার’ বা সঞ্জয় দত্তের ব্লক বাস্টার ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির টাইটেল ট্র‍্যাকেও তাঁর লেখনীর ছাপ পাওয়া যায়।

নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি বিরোধী আন্দোলনে তাঁর বিখ্যাত উর্দু কবিতার লাইন ব্যবহৃত হয়েছে। “সভি কা খুন হ্যায় শামিস ইহাঁ কি মিট্টি ম্যায়, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়!” বিখ্যাত এই লাইন অনেককেই লোকসভায় উদ্ধৃত করতে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। প্রথমবার লোকসভায় ভাষণ দিতে গিয়ে রাহাত ইন্দোরির এই উদ্ধৃতি দিয়ে শোরগোল ফেলেছিলেন মহুয়া। তাই রাহাত ইন্দোরির প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য জগৎ থেকে রাজনীতি ও ফিল্মজগত।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.